News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৪, ২৪ মে ২০২৫

নজরুলচর্চায় সম্মানিত অধ্যাপক ও শিল্পী

নজরুলচর্চায় সম্মানিত অধ্যাপক ও শিল্পী

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি ঘোষিত ‘নজরুল পুরস্কার ২০২৫’ পেয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী। 

শনিবার (২৪ মে) একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার (২৫ মে) বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নজরুলজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। 

অনুষ্ঠানে থাকবেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, স্বাগত বক্তব্য দেবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

নজরুল চর্চায় সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে চালু হওয়া এই পুরস্কারটি প্রথম প্রদান করা হয় ২০২২ সালে। প্রতি বছর দুজন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হয় উত্তরীয় ও সম্মাননা স্মারক।

অধ্যাপক আনোয়ারুল হক: একান্ত গবেষকের জীবন

১৯৫২ সালের ১৯ জানুয়ারি কুমিল্লার মোগলটুলিতে জন্ম নেওয়া আনোয়ারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্যে পড়াশোনা করেন এবং পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে অধ্যাপনায় যুক্ত হন। ২০১০ সালে প্রফেসর পদ থেকে অবসর নেন তিনি। আজীবন নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে নিরবচ্ছিন্ন গবেষণায় নিবেদিত ছিলেন এই অধ্যাপক।

তার গবেষণার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে নজরুল ও তাঁর বৈরিপক্ষ, নজরুল পরিক্রমা, এবং নজরুল-নার্গিস-প্রমীলা নবমূল্যায়ন। সাহিত্যের বাইরের আনন্দের ভূবনেও ছিলেন স্বচ্ছন্দ—তার দ্বিতীয় গল্পগ্রন্থ প্রেমজ এই কথাশিল্পীসত্তার সাক্ষ্য দেয়।

আরও পড়ুন: লাল গালিচায় নজর কাড়লেন আলিয়া ভাট

শবনম মুশতারী: এক শিল্পিত উত্তরাধিকার

নওগাঁয় জন্ম নেওয়া শবনম মুশতারী ষাটের দশকে নজরুল সংগীতে যাত্রা শুরু করেন। টেলিভিশনে নজরুল সংগীতের অনুষ্ঠান মানেই ছিল শবনম মুশতারীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তার কণ্ঠে রেকর্ড হওয়া গান ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশনে সংরক্ষিত আছে, যা নজরুল সংগীতের আন্তর্জাতিক স্বীকৃতির একটি মাইলফলক। এ ছাড়া নিউইয়র্কের মুক্তধারা প্রকাশ করে তার ‘বেস্ট অব শবনম মুশতারী’ অ্যালবাম।

শুধু সংগীতশিল্পী নন, তিনি একজন সাহিত্যিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারীও। তার বাবা কবি তালিম হোসেন এবং মা বেগম মাফরুহা চৌধুরী ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক। দুই বোন ইয়াসমিন ও পারভীন মুশতারীও নজরুল সংগীতের চর্চায় যুক্ত। নজরুল সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

২৫ মে সকালে ধানমন্ডির কবি নজরুল সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হবে একাডেমির কর্মসূচি। বিকেলের সেমিনারে ‘নন্দনের বাঁশরী ও তূর্য অথবা নজরুলের সাহিত্য-চিন্তার কয়েক দিক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সরকারি সা’দত কলেজের সহকারী অধ্যাপক জগলুল আসাদ। আলোচক থাকবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক ও ‘বাঙ্গালা গবেষণার’ পরিচালক আফজালুল বাসার।

সাংস্কৃতিক পর্বে গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’ নির্দেশনা দেবেন নূর হোসেন রানা। আবৃত্তি পরিবেশন করবেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী এবং নজরুল সংগীত পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম ও ফারাহ দিবা খান লাবণ্য।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়