লাল গালিচায় নজর কাড়লেন আলিয়া ভাট
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
ঐশ্বরিয়া রাইয়ের মতো দেশি সাজ নয়, বরং আন্তর্জাতিক আয়োজনে বিদেশি পোশাকেই চমকে দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন; লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। আর এতেই লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন নায়িকা।
আলিয়ার পরনে ছিল বিশ্ববিখ্যাত ডিজাইনার ড্যানিয়েল রোজবেরি-র তৈরি স্ট্র্যাপলেস গাউন। পাতলা, নরম কাপড়ের ওপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে।
আরও পড়ুন: সালমান খানকে ঘিরে নিরাপত্তা শঙ্কা, নারীসহ গ্রেফতার ২
আলিয়া নিজেও হাল্কা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালবাসেন। তেমনই রঙের ছোঁয়া এ পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট।
হালকা গোলাপিরঙা গাউনে সেজে এদিন বলিউড অভিনেত্রী যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, ব্যক্তিত্ব, আন্তরিকতা, রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স।
নিউজবাংলাদেশ.কম/এসবি








