News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৬, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২০

সেন্সর ডিঙালো ‘ভালোবাসতে মন লাগে’

সেন্সর ডিঙালো ‘ভালোবাসতে মন লাগে’

ঢাকা: অবশেষ সব অনিশ্চয়তা দূরে ঠেলে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে কালাম কায়সার পরিচালিত ‘ভালোবাসতে মন লাগে’ ছবিটি।

এর আগে ছবির শুটিং শেষে অনেকদিন সেন্সর বোর্ডে পড়ে ছিলো ছবিটি। এসময় সেন্সর জটিলতার কারণে ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সব জটিলতা কাটিয়ে মঙ্গলবার বোর্ড থেকে ছাড়পত্র পায় ছবিটি।

জানা গেছে, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘ভালোবাসতে মন লাগে’ ছবির গল্প। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত হৃদয় চৌধুরী ও নির্জনা।

এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা, শবনম পারভিন, গুলশান আরা বেগম ও সীমান্ত। পরিচালক কালাম কায়সার জানান, শিগগিরই ছবিটি মুক্তি দেয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়