‘ধর্মসংকট’ ছবির সেন্সরে মৌলভী-পণ্ডিত: ক্ষুব্ধ নাসিরুদ্দিন-পরেশ
‘ধর্মসংকট’ ছবির সেন্সর ছাড়পত্র দেয়ার আগে ভারতীয় সেন্সর বোর্ড (সিবিএফসি) দেশের শীর্ষ পণ্ডিত ও মৌলভীদের ছবিটি দেখার আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটিতে প্রধান ভূমিকায় অভিনয় করা দিকপাল দুই অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও পরেশ রাওয়াল। তাদের মতে এটা এক উদ্ভট সিদ্ধান্ত।
ধর্ম সংকটের সেন্সরপূর্ব প্রদর্শনীতে এক মৌলভী আর এক পণ্ডিতকে আমন্ত্রণ জানানোর খবর শুনে পরেশ বলেন, “ছবি দেখার জন্য পণ্ডিত আর মৌলভী ডাকা খুব বিপজ্জনক এক সংকেত।” আর নাসিরুদ্দিন শাহ বলেছেন, “এটা উদ্ভট খামেখেয়ালিপনা। আমার কাছে এটা উদ্ভটের চেয়েও বড় কিছু।”
হিন্দি পত্রিকা নবভারত টাইমসের অনলাইন সংস্করণ মঙ্গলবার জানায়, সিবিএফসি চায় ছবিটিকে ছাড়পত্র দেয়ার আগে দেশের ধর্মগুরুরা যেন এ বিষয়ে অনুমোদন দেন। এর ফলে স্পর্শকাতর বিষয়কে ভিত্তি করে তৈরি ছবিটি নিয়ে পরে হাঙ্গামা হলে সেন্সর বোর্ড আর ছবির নির্মাতারা গা বাঁচাতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








