News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ৪ অক্টোবর ২০২৫

গোপনে বাগদান সেরেছেন বিজয়-রাশমিকা!

গোপনে বাগদান সেরেছেন বিজয়-রাশমিকা!

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা গোপনে বাগদান সেরেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি একটি অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।

তবে এখনো পর্যন্ত এই তারকা জুটি বাগদান বা বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। এম৯ নিউজ জানিয়েছে, তারা আপাতত বিষয়টি প্রকাশ্যে আনতে চান না এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখতে আগ্রহী।

সম্প্রতি রাশমিকা সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরা একটি ছবি পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। অনেক ভক্ত ধারণা করেন, ছবিটি হয়তো তার বাগদানের অনুষ্ঠানের। এ নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা আরও বেড়ে যায়।

দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে রাশমিকা সোশ্যাল মিডিয়ায় ‘থাম্মা’ সিনেমার ট্রেলার ও গানের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে তিলক পরা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়।

ছবির ক্যাপশনে রাশমিকা লেখেন, “শুভ দশমী, আমার প্রিয়রা... এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ কারণ আপনারা ‘থাম্মা’ ট্রেলার আর গানকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তাতে আমি সত্যিই আপ্লুত। খুব শিগগিরই প্রচারে দেখা হবে।”

রাশমিকা ও বিজয়কে বিভিন্ন সময়ে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। তারা সবসময় তাদের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের কথা স্বীকার করেননি।

আরও পড়ুন: সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কুমার শানু

বর্তমানে রাশমিকা পরিচালক আদিত্য সরপোতদার–এর হরর-কমেডি সিনেমা ‘থাম্মা’–র মুক্তির অপেক্ষায় আছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। এছাড়া সিনেমায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়ালসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।

অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে পরিচালক গৌতম তিন্নানুরির তেলেগু স্পাই অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিংডম’–এ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়