News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ২ নভেম্বর ২০১৫
আপডেট: ১৯:০৯, ৩১ আগস্ট ২০২০

ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান চুয়েটের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফজলুর রহমান।

তিনি জানান, ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল পাঁচটার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। রোববার ও সোমবার দুপুরে আবারও তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুরু হয় সংঘর্ষ। আহত হন ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়