News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ১৪ অক্টোবর ২০২৫

জতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

জতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠেয় ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষা (গণিত–১৩৩৭০৩ ও উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক–১৩৪৫০২, ষষ্ঠ পত্র) আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

তবে গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে।

প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়