News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৭, ১৩ অক্টোবর ২০২৫

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে, চলছে অবস্থান কর্মসূচি এবং ঘোষণা এসেছে সচিবালয় অভিমুখে পদযাত্রার। 

আন্দোলনকারীরা বলছেন, যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সোমবার (১৩ অক্টোবর) সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। একইসঙ্গে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা, যা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত।

আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সোমবার রাতের মধ্যে দাবি পূরণ না হলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, পূর্বঘোষিত তারিখের আগেই আন্দোলন আরও জোরদার করা হচ্ছে এবং কর্মবিরতি কার্যক্রম সোমবার থেকেই শুরু হবে।

আরও পড়ুন: সোমবার থেকে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

শিক্ষকদের তিনটি প্রধান দাবি:

  • ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি
  • চিকিৎসা ভাতা বাবদ মাসিক ১,৫০০ টাকা নির্ধারণ
  • আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির পর ‘মার্চ টু যমুনা’র মতো আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চলমান শিক্ষক-কর্মচারী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে। 

এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে হলে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেওয়া উচিত।

শিক্ষকদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়