ভোলায় বাসচাপায় স্কুলছাত্র নিহত
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মো. শরীফ লালমোহন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সাইকেল চালিয়ে যাওয়ার সময় তাঁকে একটি বাস চাপা দেয়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের মো. কাশেমের ছেলে। দুর্ঘটনার পর শরীফের সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শরীফ সাইকেলে লালমোহন বাজার থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় চৌরাস্তায় এলে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে শরীফ ঘটনাস্থলেই মারা যায়। পরে উত্তেজিত জনতা ও শরীফের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাসটি চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় সেটি আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/ এসপি








