News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ২৬ জুলাই ২০১৯
আপডেট: ০৬:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২০

ডেঙ্গুতে প্রাণ গেলো আরো এক চিকিৎসকের

ডেঙ্গুতে প্রাণ গেলো আরো এক চিকিৎসকের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেলো আরো এক চিকিৎসকের। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। 

ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা তানিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে।

ডা. তানিয়া সুলতানা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন। 

এর আগে, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়