অস্বাস্থ্যকর ৫ হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশ, মানসম্মত অপারেশন থিয়েটার না থাকা, বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স না থাকা এবং সবশেষ বেসরকারি হাসপাতাল আইন না মানায় পাঁচ হাসপাতালকে দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-২।
হাসপাতালগুলো হলো- সেন্টাল স্পেশালাইজ্ড আই হাসপাতাল এন্ড রিসার্স ইন্সটিটিউট, আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল, রহিমা চক্ষু হাসপাতাল, যাত্রাবাড়ি চক্ষু হাসপাতাল ও সালাউদ্দিন চক্ষু হাসপাতাল।
শনিবার সন্ধ্যায় র্যাব-২ এর উপপরিচালক ড. মো. দিদারুল আলম জানান, “দুপুর একটায় যাত্রাবাড়ীর বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রন অর্ডিন্যান্স ১৯৮২’র ১৩ (২) ধারা না মানায় ৫ প্রতিষ্ঠানের চারজনকে ছয়মাস করে কারাদণ্ড প্রদান করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন।”
তিনি আরো জানান, “অভিযান পরিচালনাকালে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়া, বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, মেডিকেল বোর্ড না থাকায় মেডিকেল প্র্যাকটিজ বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রন অর্ডিন্যান্স ১৯৮২ এর ১৩ (২) ধারা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক সের্ন্টাল স্পেশালাইজ্ড আই হাসপাতাল এন্ড রিসার্স ইনন্সিটিটিউটকে একলাখ পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। এসময় একই কারণে আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতালকে একলাখ পাঁচহাজার টাকা, রহিমা চক্ষু হাসপাতালকে ৫৫ হাজার টাকা, যাত্রাবাড়ি চক্ষু হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা ও সালাউদ্দিন চক্ষু হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিজ বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রন অর্ডিন্যান্স ১৯৮২ এর ১৩ (২) ধারা মোতাবেক প্রতিষ্ঠানের মালিকসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেয়।”
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








