News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ০৮:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

যশোরে ১৮৪ কেজি কয়েনসহ ২ পাচারকারী আটক

যশোরে ১৮৪ কেজি কয়েনসহ ২ পাচারকারী আটক

যশোরে ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ সুলতানা পারভীন বেবি (৩৮) ও সুমাইয়া সুলতানা (১৬) নামে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার রাত ৯টার দিকে যশোর উপশহর, নিউমার্কেট ইউ এস বাংলা কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে এসব বাংলাদেশি মুদ্রা জব্দ করেন বিজিবি সদস্যরা। 

কয়েনের মধ্যে রয়েছে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকা মুল্যমানের বাংলাদেশি কয়েন। এসব কয়েনের আনুমানিক মূল্য এক লাখ টাকা বলে বিজিবি জানায়। 

আটক সুলতানা পারভীন বেবী যশোর নিউমার্কেট এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী এবং সুমাইয়া সুলতানা বিল্লাল হোসেননের মেয়ে।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, “গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর নিউমার্কেট এলাকায় এসব কয়েন পাচারের জন্য ইউএস বাংলা কুরিয়ার সার্ভিসে রাখা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে এসব কয়েনসহ দুই নারীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অর্থপাচারের মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তন্তর করা হয়েছে।” 

 

 

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়