News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৮, ১৯ জানুয়ারি ২০২০

প্রাণভিক্ষার জন্য কয়েক ঘণ্টা সময় পাচ্ছেন কামারুজ্জামান

প্রাণভিক্ষার জন্য কয়েক ঘণ্টা সময় পাচ্ছেন কামারুজ্জামান

 

ঢাকা: মানবতা বিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার জন্য কয়েক ঘণ্টা সময় দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব এই রায় কার্যকর করা হবে।”

আনিসুল হক বলেন, “কাদের মোল্লার রিভউ পিটিশনের যে রায় বেরিয়েছিল সে রায়ে আপীল বিভাগ পরিষ্কার করে দিয়েছেন এসব ক্ষেত্রে জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। সে ক্ষেত্রে জেল কোডের যে সময়সীমা বেধে দেওয়া হয়েছে- ক্ষমা প্রার্থনা করতে সাত দিন সময় পাবেন, এই ব্যাপারে তা প্রযোজ্য না। আমরা আনুষ্ঠানিকতা পালন করে যত দ্রুত সম্ভব রায় কার্যকর করব। তবে ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলে উনাকে কয়েক ঘণ্টা রিজনেবল সময় দিতে হবে, এই সময় তাকেও দেওয়া হবে।”

মন্ত্রী বলেন, “উনার আত্মীয়-স্বজনের সাথে দেখা করারও সুযোগ দিতে হবে। যতদুর জানি কারা কর্তৃপক্ষ অলরেডি আত্মীয়-স্বজনকে তার সঙ্গে দেখা করার জন্য বলে দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে ৪৩ বছর পরে হলেও বাংলাদেশের জনগণ বিচার পেয়েছে বলেও মনে করেন আইনমন্ত্রী। মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচার করবে। এই বিচার বাংলাদেশেই কার্যকর হবে। যারা অপরাধ করেছেন তা থেকে পরিত্রাণের উপায় নেই।”

উল্লেখ্য, একাত্তরে সোহাগপুর গ্রামে নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দিয়েছিলেন আপিল বিভাগ।

নিউিজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়