দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪

পঞ্চগড়সহ উত্তরের কয়েকটি জেলায় অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে সূর্যের দেখা মিললেও ঘনকুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়, ঘন কুয়াশায় তেঁতুলিয়ায় দিনের বেলা যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা গেছে। তা ছাড়া শীতের প্রভাবে সাধারণ মানুষ হয়ে পড়েছে কর্মহীন।
ভোরে তীব্র কুয়াশার সঙ্গে থাকছে হিম বাতাস। বেলা গড়ালে তাপমাত্রা কিছুটা বাড়ছে। এরপর বিকাল নাগাদ আবারও কুয়াশায় ঢাকা পড়ছে প্রকৃতি। বইছে ঠাণ্ডা বাতাস। এতে জবুথবু জনজীবন। সবচেয়ে বেকায়দায় ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ