নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সাইদ ছৈটকা (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। ওই সময়ে আহত হয়েছে চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামে এ ঘটনা ঘটে।
আবু সাইদ ছৈটকা মাহমুদপুর ইউনিয়নের জোরকারদিয়া গ্রামের নাজিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় হত্যা, ডাকাতিসহ ৮/১০টি মামলা রয়েছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের জোকারদিয়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মতে রোববার ভোরে অন্য সদস্যদের আটক করতে অভিযানে গেলে তাকে ছিনিয়ে নিতে সেখানে ওঁৎ পেতে থাকা ডাকাত সদস্যরা পুলিশের উপর হামলা ও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হয় এবং পুলিশের চার সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, এস আই সিরাজুল ইসলাম, এ এস আই সবুজ চন্দ্র বর্মণ, কনস্টেবল লিমন, রফিকুল ইসলাম।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ