News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৮, ২০ অক্টোবর ২০১৯
আপডেট: ২১:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ডিআইজি বজলুর রশীদ গ্রেপ্তার

ডিআইজি বজলুর রশীদ গ্রেপ্তার

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন ও অবৈধ সম্পদ করার দায়ে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে।

এর আগে আজ সকালে বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে অবৈধ লেনদের তথ্যের সত্যতা পায় সংস্থাটি। বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা করা হয়েছে।

দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফ হোসেন বলেন, কারাগারগুলোর দায়িত্বে থাকেন তাদের বিষয়েই মূলত অভিযোগ। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে বিপুল পরিমাণ ঘুষের টাকা স্থানান্তর করতে ডিআইজি প্রিজন (হেডকোয়ার্টার্স) বজলুর রশীদ অভিনব পন্থা বেছে নিয়েছেন। এক্ষেত্রে কুরিয়ার সার্ভিসকে কাজে লাগিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়