News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:২৭, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:৩০, ২৭ ডিসেম্বর ২০২০

গোপালগঞ্জে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নয়ন কর্মকার (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার রামশীল-নাগরা সড়কের বান্ধাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন বান্ধাবাড়ী গ্রামের ঝন্টু কর্মকারের ছেলে ও রামশীল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত কলেজছাত্র নয়ন মোটরসাইকেল নিয়ে রামশীল থেকে উপজেলা সদরে আসছিল। এ সময় বান্ধাবাড়ী নামক স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত নয়ন কর্মকার (১৯), কিশোর চৌধুরী (২০), অনুপ সরকারকে (১৯) এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়