News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:২৩, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:৩০, ২৭ ডিসেম্বর ২০২০

এমএ হাসেমের জন্য দোয়া মাহফিল সোমবার

এমএ হাসেমের জন্য দোয়া মাহফিল সোমবার

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেমের আত্মার মাগফিরাত কামনায় সোমবার বাদ আসর রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে (রোড ৬৩, গুলশান-২) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেয়ার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

দেশের প্রথম সারির এ শিল্প উদ্যোক্তা বুধবার রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।  তার বয়স হয়েছিল ৭৮ বছর।  শুক্রবার বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। 

এমএ হাসেম স্ত্রী সুলতানা হাসেম, পাঁচ ছেলে-আজিজ আল কায়সার টিটো, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, রুবেল আজিজ ও শওকত আজিজ রাসেলসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এমএ হাসেম ১৯৬২ সালে তামাকের ব্যবসা দিয়ে ব্যবসা জগতে পা রাখেন।  বর্তমানে পারটেক্স গ্রুপ আসবাবপত্র, বোর্ড, খাদ্য ও পানীয়, প্লাস্টিক, কাগজ, তুলা, সুতা, পাট, রিয়েল এস্টেট, টেক্সটাইল, শিপিং, এগ্রো, গার্মেন্টস, এরোমারাইন লজিস্টিকস ব্যবসায় জড়িত।  এমএ হাসেম বাংলাদেশের বেসরকারি ব্যাংক ও বীমা সংস্থাগুলোর পথিকৃৎ।  পরোপকারী ও বিদ্যুৎসাহী হিসেবেও তার সুনাম রয়েছে।  ২০০১ সালে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এমএ হাসেম। 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়