News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৯, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৩৯, ২৬ ডিসেম্বর ২০২০

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর পাঁচদোনায় শীলমান্দীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নির্মাণাধীন একটি কারখানার বালু ভরাটের পানির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শীলমান্দীর তুলসীপুরস্থ পারিজা ও আসরিয়া নামক কারখানার গর্তে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতরা হলো- শিবপুর উপজেলার ভিটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইউসুফ (১১) ও সদর উপজেলার মধ্যশীলমান্দী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১)।  ওই দুই শিশু ওই এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিজা ও আসরিয়া নামক দুটি কারখানা স্থাপনের জন্য যৌথভাবে তাদের জায়গায় ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। বালু ভরাটের ওই স্থানটি চারপাশে দেয়াল বেষ্টিত থাকলেও স্থানীয় দুই শিশু ইউনুছ ও সোহান তাদের গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা অপর দুই শিশু ইউসুফ ও শাহাদৎকে নিয়ে দেয়াল টপকিয়ে বালু ভরাটস্থলে ঢুকে পড়ে। এসময় চার শিশু খেলার ছলে বালুর পানিতে সৃষ্ট গর্তে নামে। এসময় ইউনুছ ও সোহান উঠে আসতে সক্ষম হলেও ইউসুফ ও শাহাদৎ পানিতে তলিয়ে যায়। 

পরে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।  পরিবারের অনাপত্তি শর্তে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়