News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৯, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪৩, ১ মার্চ ২০২০

রাজধানীতে অগ্নিকাণ্ডে মামা ও ভাগ্নে-ভাগ্নি দগ্ধ

রাজধানীতে অগ্নিকাণ্ডে মামা ও ভাগ্নে-ভাগ্নি দগ্ধ

ঢাকা: রাজধানীর কলাবাগানে গ্যাস পাইপ লিক হয়ে আগুন ধরে তিনজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকালে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে দেলোয়ার হোসেন নামে একজন জানান, কলাবাগানের ১১৪ নম্বর সেন্ট্রাল রোডে একটি বাড়ির ছয় তলায় রান্নাঘরের গ্যাসের পাইপ লিক হয়ে রাতে সারা ঘরে গ্যাস জমে যায়। সকাল সাড়ে ৭টায় রান্না করতে গিয়ে দিয়াশলাই দিয়ে চুলায় আগুন জ্বালাতে গেলে সারা ঘরে আগুন ধরে যায়। এতে তিনিসহ তার বোন সাদিকুন নাহার পান্না (২৭) ও মামা ফজলুর রহমান দগ্ধ হন।

এলাকার লোকজন তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন।

এর মধ্যে সাদিকুন নাহার পান্না দগ্ধ হয়েছেন ৯৫ ভাগ। তার শ্বাসনালি পুড়ে গেছে। ফজলুর রহমানের সারা শরীরে শতকরা ২৮ ভাগ দগ্ধ হয়েছে। তার অবস্থাও গুরুতর। দেলোয়ার দগ্ধ হয়েছেন পাঁচ ভাগ।


পান্না নেত্রকোনা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্রী। দেলোয়ার হোসেন (২৪) মিরপুর বাংলা কলেজে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্সের ছাত্র। মামা ফজুলর রহমান প্রজেক্ট বিল্ডার নামে একটি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, “পান্নার শ্বাসনালি পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।”

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়