News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৬, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

নিলয় হত্যা: অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে মামলা

নিলয় হত্যা: অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে মামলা

ঢাকা: ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী আশামণি।

শুক্রবার রাত ১২টার দিকে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার মধ্যরাতে মামলা হয়েছে। মামলা নং-১১। খিলগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন খান মামলাটির তদন্ত ভার পেয়েছেন বলেও জানান তিনি।

শুক্রবার দুপুরে জুমার নামাজের আজানের কিছুক্ষণ পর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার বাম পাশের ফ্ল্যাটে ঢুকে নিলয় নীলকে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। স্ত্রী ও শ্যালিকা নিয়ে ওই বাসায় থাকতেন গণজাগরণ মঞ্চের এ সক্রিয় কর্মী।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়