ধলপুরে পুলিশের গুলিতে আহত ২
ঘটনা আসলে কী!
ঢাকা: শুক্রবার রাত নয়টার পরে যাত্রাবাড়ীর ধলপুরে পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। এরা হলেন, জমির হোসেন (৩২) পিতা মফিজউদ্দিন, বাসা ৬/২ গোলাপবাগ, যাত্রাবাড়ী ও একই এলাকার বাসিন্দা জমিরের বন্ধু ইউনুস (২৮)।
ইউনুসের মাথায় ও বামপায়ে হাঁটুর নিচে পিস্তলের গুলি আঘাত হেনেছে। আর জমিরের ডান উরুতে গুলি লেগেছে।
যাত্রাবাড়ী থানার এসআই মোক্তার হোসেন নিউজবাংলাদেশকে জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনিসহ একই থানার এএসআই হাসিবউদ্দিন এবং কনেস্টেবল বাহার ও দুই আনসার সদস্য ডিউটিতে ছিলেন ওই ধলপুর মিষ্টিদোকান এলাকায়। এসময় জমির ও ইউনুস একটি ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। সন্দেহ হলে তাদের গতিরোধ করা হয়।
এসআই মোক্তার দাবি করেন, দেহতল্লাশির একপর্যায়ে ইউনুস তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তিনি বসে গেলে গুলি লক্ষভ্রষ্ট হয়। এরপর তারা পাল্টা গুলি করলে ওই দুজন গুলিবিদ্ধ হয়।
তিনি বলেন, “আমরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ি।”
খবর পেয়ে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর ঘটনাস্থলে যান। এরপর তার নেতৃত্বে রাত সোয়া দশটায় পুলিশ গুলিবিদ্ধ জমির ও ইউনুসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সর্বশেষ খবর মোতাবেক, পুলিশ প্রহরায় তাদের চিকিৎসা চলছিল। ওসি অবনী জানান, আহত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আহত জমির নিজেকে সায়েদাবাদ-কোম্পানিগঞ্জ রুটে চলাচলকারী তিশা পরিবহনের সুপারভাইজার বলে দাবি করে নিউজবাংলাদেশকে বলেন, “আমরা দুই বন্ধু যাত্রাবাড়ী থেকে গোলাপবাগের বাসায় যাচ্ছিলাম। পথে ধলপুর মিষ্টিদোকান এলাকায় পুলিশ আমাদেরকে ডাকে। তারা আমাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দোকানের পাশে নিয়ে গুলি করে।”
তবে তার এই কথা বলার সময়ে ওসি অবনী অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময় জরুরি বিভাগে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, কর্মচারী ও আহতদের আত্মীয়স্বজন। ওসির গালিতে জমির চুপ হয়ে যান।
অবশ্য তার আগে জমির নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তবে পুলিশ শুধু শুধু গুলি কেন করলো- সে সম্পর্কে তিনি কিছু জানাননি। তার বক্তব্যেও অসংলগ্নতা আছে বলে মনে হয়েছে।
ইউনুসের মাথায় গুলি লাগায় তার সঙ্গে কথা বলা যায়নি। চিকিৎসকরা জানান, তার অবস্থা গুরুতর।
এদিকে, রাত পৌনে ১১টার দিকে ওসি অবনী শংকর ফোনে নিউজবাংলাদেশকে জানান, ইউনুসের বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে। তবে জমিরের নামে কোনো মামলার খবর জানা যায়নি বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








