News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৭, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

কালিয়াকৈরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত ৮

কালিয়াকৈরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত ৮

গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লেগুনার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন। শুক্রবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

কোনাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ মিয়া জানান, ‘বিকেলে ঢাকাগামী একটি ট্রাক ও বিপরীতগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে এলে টঙ্গী সেখানে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক অবস্থায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, ‘ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়