News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৭, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

কেন্দুয়ায় প্রতিপক্ষের দায়ের আঘাতে কলেজছাত্র খুন

কেন্দুয়ায় প্রতিপক্ষের দায়ের আঘাতে কলেজছাত্র খুন

নেত্রকোনা: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের আঘাতে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আব্দুল মজিদ (১৮) নামে এক মেধাবী ছাত্র খুন হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের দ্বিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দ্বিপাড়া গ্রামের আব্দুল গাফফার একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে রতন মিয়ার কাছে তার পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত অবস্থায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে আব্দুল গাফফারের ভাতিজা কলেজ ছাত্র আব্দুল মজিদ তা ফেরাতে এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষের রতন মিয়া আব্দুল মজিদের মাথায় ধারালো অস্ত্র (দা) দিয়ে আঘাত করলে সে মারাত্মক আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে খবর পেয়ে নেত্রকোনার সহকারি পুলিশ সুপার মুজিবুর রহমান মজুমদার ও কেন্দুয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এখনও কোনো মামলা হয়নি।’

নিউজবাংলাদেশ.কম/এএইচকে                                                                                            

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়