আইনের শাসনের দুর্বলতায় অপরাধ বাড়ছে: মিজানুর
ঢাবি: আইনের শাসনের দুর্বলতায় অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় শিশুদের উপর বর্বরতা ও পাশবিকতার ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যখন একটি রাষ্ট্র বা সমাজে আইনের শাসনের দুর্বলতা দেখা দেয়, তখন নানা ধরণের অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়।’
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে দুই দিনব্যাপী ‘ইকোক্রিটিসিজম, এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যান্ড লিটারেচার’ শীর্ষক এক আর্ন্তজাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় শিশুদের উপর বর্বরতা ও পাশবিকতা বেড়েছে। এতে আমাদের অনেকের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি বাসা বেঁধেছে।’
এএসএলই-বাংলাদেশ প্লানিং কমিটি এবং অ্যাডওর্য়াড এম. কেনেডি সেন্টার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মিজান।
ড. মিজান বলেন, ‘অর্থ, রাজনৈতিকসহ নানা প্রভাব কাজে লাগিয়ে কিছু মানুষ অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। তারা মনে করে, এ প্রভাব কাজে লাগিয়ে আইনের ঊর্দ্ধে অবস্থান করতে পারবে এবং বিচার তাদেরকে স্পর্শ করতে পারবে না। এই ধারণা থেকেই ঘটনাগুলো বারবার ঘটছে। এই ধারণা থেকে মুক্ত হতে না পারলে অপরাধ প্রবণতা কমবে না এবং এটি আগামীতে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের এখন অপরিহার্য দাড়িয়েছে যে, আইনের শাসনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং বিচারহীনতা যে সমাজ ও রাষ্ট্র সহ্য করে না তা প্রমাণ করতে হবে। যারা এ ধরণের অপরাধে লিপ্ত হয়, তাদের যে পরিচয় যেই হোক না কেনো প্রচলিত আইন অনুযায়ী বিচার করে তাকে দণ্ড দিতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফখরুল আলমের সভাপতিত্ত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অ্যাডওর্য়াড এম. কেনেডি সেন্টারের পরিচালক এম. কে. আরিফ। স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুনাসির কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডাহো বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক স্কট স্লোভিক।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








