News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

পাবনার সাঁথিয়ায় তরুণী ধর্ষিত, আটক-১

পাবনার সাঁথিয়ায় তরুণী ধর্ষিত, আটক-১

পাবনা: পাবনার সাঁথিয়ায় সংখ্যালঘু পরিবারের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার বোয়াইলমারী গ্রামে নীলু চন্দ্র সুত্রধরের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত সানজিদ ( ১৭) নামের এক তরুণকে শুক্রবার বিকেলে আটক করেছে পুলিশ।

থানায় দায়ের করা মামলার অভিযোগসুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোয়াইলমারী গ্রামে নীলু চন্দ্র সুত্রধরের মেয়েকে কৌশলে একটি ঘাস ক্ষেতের পাশে নিয়ে নিয়ে নাসিমুদ্দিনের ছেলে সানজিদ, আ. সামাদের ছেলে রুবেল (২০) এবং তোফাজ্জলের ছেলে আশিক (১৪) মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায়। ওই দিনই মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে ঘটনাটি প্রকাশ পায়।
 
এ ঘটনায় মেয়ের মা সুনিতা রানী সুত্রধর শুক্রবার সকালে বাদি হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা  দায়ের করেন। মামলা নং -৬ তাং ৭/৮/১৫ইং। পরে পুলিশ শুক্রবার বিকেলে ঘটনার সাথে জড়িত সানজিদ নামের এক তরুণকে আটক করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদ মাহমুদ খান জানান, ‘ঘটনার সাথে জড়িত বাকিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’  

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়