জামালগঞ্জে লেগুনা উল্টে নিহত ১, আহত ১০
সিলেট: সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী একটি লেগুনা নিয়স্ত্রন হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে ১ জন নিহত এবং ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের নাম অজিত মিয়া (৫০)। তিনি জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সাচনা কালিবাড়ি এলাকার ইফসুফ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার ছাতক উপজেলা সদর থেকে ১৪ জন যাত্রী নিয়ে একটি লেগুনা জামালগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিল। পথে উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে লেগুনাটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অজিত মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান নিউজবাংলাদেশকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ যাত্রীবাহী একটি লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।’
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








