News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৬, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

নোয়াখালীতে বাস চাপায় নিহত ২, আহত ২

নোয়াখালীতে বাস চাপায় নিহত ২, আহত ২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের লক্ষীনারায়নপুর দোকান নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় সিএনজির চালকসহ আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন- বেগমগঞ্জ উপজেলার পুলের গোড়া এলাকার বাসিন্দা নুপুর হিজড়া (২৬) ও মাধবী হিজড়া (২৮)। আহতরা হলেন- অটোরিকশা চালক মিন্টু ও লিলা হিজড়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ৯টার দিকে অটোরিকশা করে তিন হিজড়া চৌমুহনী থেকে ফেনী রোডের পূর্ব দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা এক্সপ্রেসের একটি দ্রুত গতির যাত্রীবাহি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাধবী হিজড়া ও বেগমগঞ্জ ১০ শয্যা  হাসপাতালে নেওয়ার পর নুপুর হিজড়া মারা যায়।

খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জননেতা আবদুল মালেক উকিল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়