News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৫, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

সিলেট থেকেই বিচার বিভাগ ডিজিটালাইজেশন: প্রধান বিচারপতি

সিলেট থেকেই বিচার বিভাগ ডিজিটালাইজেশন: প্রধান বিচারপতি

সিলেট: সিলেট থেকেই বিচার বিভাগ ডিজিটালাইজেশন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত বিচার বিভাগীয় বিশেষ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, “সিলেট থেকেই বিচার বিভাগ ডিজিটালাইজেশন শুরু হবে। এক মাসের মধ্যে সিলেটের আদালতগুলোয় ডিজিটালাইজেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে। প্রথম অবস্থায় সিলেট জেলা ও মহানগর জজশিপের আওতাভুক্ত ২০টি কোর্টকে ডিজিটাইজেশন করা হবে।”

তিনি আরো বলেন, “ডিজিটালাইজেশনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আরও গতিশীল হবে। চলতি বছরের প্রথম দুই কোয়ার্টারে মামলা নিষ্পত্তির প্রতিবেদনে আমি সন্তুষ্ট। তবে আদালতগুলোয় মামলা জট নিরসনে বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার অনুরোধ করছি।”

প্রধান বিচারপতি আরও বলেন, “বিচার বিভাগের আধুনিকায়ন ও গতিশীলতা আনতে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে মামলা জট নিরসন করা সম্ভব হবে।”

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, জেলা প্রশাসক জয়নাল আবেদীন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়