News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০১, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ১৯:২৯, ২৫ জানুয়ারি ২০২০

বাগেরহাটে স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ

বাগেরহাটে স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ

বাগেরহাট: স্কুলে পরীক্ষা দিতে এসে চতুর্থ শ্রেণির এক ছাত্র বখাটের হাতে নির্যাতনের শিকার হয়েছে। গুরুতর আহত শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির পিতা আজমল শেখ নিউজবাংলাদেশকে বলেন, “উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে ইবাদ। রোববার সহপাঠীদের সাথে ইবাদ পরীক্ষা দিতে স্কুলে যায়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থানরত একই এলাকার রফিক চাকলাদারের ছেলে সলেমান চাকলাদার তাকে দুষ্ট বলে ধরে নিয়ে বেধড়ক মারপিট করে। এতে ইবাদ অজ্ঞান হয়ে পড়লে সলেমান পালিয়ে যায়।”

তিনি আরো বলেন, “পরে সহপাঠিদের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করাহয়। সেখানে ভালো চিকিৎসা না পাওয়ায় সোমবার ইবাদকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বখাটেদের পক্ষ থেকে ঘটনাটি চেপে যাওয়া জন্য হুমকি দেওয়া হচ্ছে।”

খুলনার বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, “গুরুতর আহত ইবাদ এখনও আশঙ্কামুক্ত নয়। সে অসংলগ্ন কথাবার্তা বলছে। ইবাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় পুলিশের কাছে এখনো অভিযোগ দিতে পারিনি।”

উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক নিউজবাংলাদেশকে বলেন, “কোনো কারণ ছাড়াই ইবাদকে মারপিট করে পালিয়ে যায় এলাকায় বখাটে হিসাবে পরিচিত সলেমান। পরে শিশুটির মাথায় পানি দিয়ে অভিবাবককে খবর দেই। বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে।”

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক নিউজবাংলাদেশকে বলেন, “সংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জেনে পুলিশের একাধিক টিম অভিযুক্ত সলেমান চাকলাদারকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়