নৌকা উল্টে পল্লী বিদ্যুতের দুই শ্রমিক নিহত
হবিগঞ্জ: হাওরে নৌকা উল্টে বিদ্যুতের খাম্বার নিচে চাপাপড়ে পল্লী বিদ্যুতের দুই শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা মুরাদপুরে এ ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৈমুর বখত চৌধুরী নিউজবাংলাদেশকে বলেন, “হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের ঠিকাদারের কয়েকজন শ্রমিক বৃহস্পতিবার রাতে পূর্ব শিবপাশা এলাকা থেকে হিরাবাড়ি খাল দিয়ে নৌকাযোগে আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারে যাচ্ছিল।”
তিনি আরো বলেন, “এসময় তাদের সঙ্গে ছিল বিদ্যুতের খাম্বা। একপর্যায়ে নৌকাটি খাম্বাসহ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়। নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউরার জয়চন্ডি ইউনিয়নের ক্লীদ চা বাগানের মৃত লক্ষ্মীপ্রসাদ কলের ছেলে মিলন কল (১৮) ও একই এলাকার নারায়ণ সবরের ছেলে সুমন সবর (১৯)।
তৈমুর বলেন, “লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে পাঠানো হয়েছে। পরে ভোরে তাদের লাশ শায়েস্তাগঞ্জ এসে সনাক্ত করেন মৌলভীবাজার জেলার কুলাউরার জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন কমরু।”
তিনি আরো বলেন, “শুক্রবার সকালে সকালে লাশ দুটি তাদের পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








