রাজধানীতে আবারও ব্লগার খুন
ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসায় ঢুকে নিলয় নীল (৪০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নীল ‘ইস্টিশন’ ও ‘মুক্তমনা’ ব্লগে লেখালেখি করতেন এবং গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে ওই এলাকার ১৬৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নীল ওই বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি বরিশালে। হত্যাকাণ্ডের সময় নীল তার স্ত্রী ও শ্যালিকাসহ বাসায় ছিলেন।
নীলের স্ত্রী জানান, জুম্মার নামাজের সময় দুপুর দেড়টার দিকে ৩-৪ জন যুবক তাদের বাসায় ঢুকে পড়ে। এরপর তাকে ও তার বোনকে অন্য ঘরে আটকে নীলকে চাপাতি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়।
তাৎক্ষণিকভাবে নীলের বিস্তারিত পরিচয় ও হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহটি এখনও ঘটনাস্থলেই আছে। শুনেছি নিহত ব্যক্তি বিভিন্ন ব্লগে লেখালেখি করেন। তবে বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
নিলয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলেও জানান ওসি।
এদিকে, হত্যার খবর পেয়ে গণজাগরণ মঞ্চের কয়েকজন নেতাকর্মী নীলের বাসায় উপস্থিত হন। নীল হত্যার প্রতিবাদে তারা সন্ধ্যা ৬টায় শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন।
তারা বলেন, একের পর এক ব্লগারকে মেরে ফেলা হচ্ছে, অথচ আমরা কোনো বিচার পাচ্ছি না।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








