বিদ্যুতের তার চুরি করতে এসে চোরের মৃত্যু
রাজশাহী: বৈদ্যুতিক তার চুরি করতে এসে বৈদ্যুতিক শক খেয়ে চোরের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার ভোর ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মতিহার থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির নিউজবাংলাদেশকে বলেন, “বিশ্ববিদ্যালয় এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরো বলেন, “ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে এসে বিদ্যুতিক শক লেগে তার মৃত্যু হয়েছে।”
রাবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আবাসিক এলাকার প-৭৬ নামক ভবনের পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান ওই ভবনের দারোয়ান। এরপর তিনি ভবনের আবাসিক শিক্ষকদের বিষয়টি জানান।
শিক্ষকরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








