News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৩, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

মাতৃগর্ভেও শিশুরা নিরাপদ নয়: কাদের সিদ্দিকী

মাতৃগর্ভেও শিশুরা নিরাপদ নয়: কাদের সিদ্দিকী

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগ চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মাতৃগর্ভেও শিশুরা নিরাপদ নয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বেলা সাড়ে ১১টার দিকে ঢামেকে যান কাদের সিদ্দিকী। সেখানে তিনি ঘন্টাখানেক থাকেন।

এ সময় তিনি বলেন, মাগুরায় ঘটে যাওয়া এ ঘটনাটি দেখে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করেছিল। কিন্তু আত্মহত্যা মহাপাপ বলে আমি তা করিনি।

এ ঘটনায় দোষীদের বিচারের সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, বিচার হয় মুখ দেখে।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ২৮ জুন আমি ফুটপাতে বসেছিলাম। তখন দেখেছি সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়, তারা হানাহানি চায় না।

প্রসঙ্গত, মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ২৩ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি তার পেটে থাকা শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে দেয়। এ সময় গুলি ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।

মায়ের পেটে গুলিবিদ্ধ হওয়ার কারণে মাত্র ৩৪ সপ্তাহে অস্ত্রোপচারের মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখে শিশু সুরাইয়া। জন্মের পর আজ শুক্রবার তার ১৬তম দিন । হিসাব অনুযায়ী এখনও মায়ের পেটেই থাকার কথা ছিল সুরাইয়ার।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়