রাজশাহীতে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী: দুই হাজার বিশ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। শুক্রবার ভোর সাড়ে ৫টায় নগরীর বোয়ালিয়া থানাধীন রানীবাজার ভাঙারিপট্টি থেকে তাকে আটক করা হয়।
ভাংড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী রাকিবুল ইসলামকে (৩৩) মাদকসহ হাতেনাতে আটক করে র্যাব।
সে বোয়ালিয়া থানাধীন রানীবাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাকিবুল ইসলাম (৩৩) মহানগরীর অন্যতম মাদক ব্যবসায়ী। সে রাজশাহীর বিভিন্ন মাদক স্পটে ইয়াবাসহ সব ধরনের মাদক সরবরাহ করে থাকে। সে বোয়ালিয়া থানার রানিবাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এরপর থেকে তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। র্যাবের গোয়েন্দা দল জানতে পারে, রাকিবুলের বাড়িতে বেচার জন্য বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট মজুদ আছে। র্যাবের অপারেশন দল তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুই হাজার বিশ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ সাত হাজার পাঁচশত টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








