News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৫, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

রাষ্ট্রপতির ভিয়েতনাম যাত্রা

রাষ্ট্রপতির ভিয়েতনাম যাত্রা

ঢাকা: ছয় দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শুক্রবার বেলা ১১টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানমকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসসের।

রাষ্ট্রপতিভিয়েতনাম যাওয়ার পথে ব্যাংককে যাত্রাবিরতি করবেন।

ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রুরং টান সং-এর আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এসময় তিন বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানিয়েছেন, আবদুল হামিদ ১০ আগস্ট সোমবার সকালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুরং টান সং-এর সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা যাচ্ছে।
ভিয়েতনামের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সম্মানে এক ডিনার দেবেন। একই দিনে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন টান ডাং-এর সঙ্গেও রাষ্ট্রপতির বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে।

রাষ্ট্রপতি এ দিনে সে দেশের জাতীয় পরিষদ পরিদর্শন করবেন এবং জাতীয় পরিষদের চেয়ারম্যানের সঙ্গে তার বৈঠক হওয়ার কর্মসূচিও রয়েছে।

সফরকালে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ভিয়েতনামের হো চি মিন নগরীর পিপলস কমিটির চেয়ারম্যান রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

হো চি মিন নগরীতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রপতির এ সফরে দুদেশের মধ্যে আন্তরিক ও সহযোগিতা সম্পর্ক আরো গভীর এবং বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বন্ধুত্ব, আস্থা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়