মুন্সীগঞ্জে বাস খাদে, নিহত ১ আহত ২০
মুন্সিগঞ্জ: জেলার শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সমষপুর এলাকায় চাকা ফেটে গিয়ে আপন পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত সাত জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে এক যাত্রীর মৃত্যু হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/পিএস/এফই
নিউজবাংলাদেশ.কম








