News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪১, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৮:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

তিন কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজন আটক

তিন কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজন আটক

রাজশাহী: প্রায় তিন কোটি টাকা মূল্যের তিন কেজি দুশো গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় দুজনকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গোদাগাড়ীর সারাংপুর ভেড়ীপাড়া এলাকা থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় হেরোইন চোরাচালানে জড়িত ভেড়ীপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে রেজাউল করিম গাড়ু (৪৩) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে তাজিমুল ইসলামকে (২৮)। পরে সকাল ১০টার দিকে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী সদর-এ-সার্কেল গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করে।”

তিনি আরো বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। তারা গোদাগাড়ীর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়