News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৭, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ডিএসইর নতুন প্রধান অর্থ-কর্মকর্তা আবদুল মতিন

ডিএসইর নতুন প্রধান অর্থ-কর্মকর্তা আবদুল মতিন

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ-কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল মতিন পাটওয়ারী এফসিএমএ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদানের আগে তিনি জার্মানভিত্তিক বিশ্বের এক নাম্বর বহুজাতিক রাসায়নিক কোম্পানি বিএএসএফ বাংলাদেশ লিমিটেড কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি বিএএসএফের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া ও বিএএসএফ এশিয়া প্যাসিফিক শেয়ার্ড সার্ভিস সেন্টার আঞ্চলিক ট্র্যানজিশন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

আবদুল মতিন পাটওয়ারী শিক্ষাজীবনের সকল পর্যায়ে প্রথম শ্রেণির রেকর্ড রয়েছে। দেশে-বিদেশে তিনি পিএ কনসাল্টিং গ্রুপ ও মুডি গ্রুপসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন।

উল্লেখ্য, পাটওয়ারী ১৯৯২ সালের জুন মাসে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সহকারী পরিচালক (ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ক্যাডার) হিসেবে কর্মজীবন শুরু করেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়