News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৫, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০

অটোরিকশায় নিষেধাজ্ঞা ২ ঘণ্টা শিথিল

অটোরিকশায় নিষেধাজ্ঞা ২ ঘণ্টা শিথিল

কুমিল্লা: মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দুই ঘণ্টা শিথিল করা হয়েছে। দিনের শুরুতে এই দুই ঘণ্টার মধ্যে শুধু মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে গ্যাস নেওয়া যাবে। তবে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে চালকরা মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে গ্যাস নিতে পারবেন। তবে যাত্রী নিতে পারবেন না।

বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

দুর্ঘটনা এড়াতে গত ১ আগস্ট থেকে মহাসড়কে সব ধরনের তিন চাকার যান নিষিদ্ধ করেছে সরকার। এর প্রতিবাদে চালক-মালিকরা সারাদেশে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়