News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৫, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ২০:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

মহাসড়কে অটোরিক্সা বন্ধে কোনো আপস হবে না: যোগাযোগমন্ত্রী

মহাসড়কে অটোরিক্সা বন্ধে কোনো আপস হবে না: যোগাযোগমন্ত্রী

মিরসরাই: মহাসড়কে অটোরিক্সা বন্ধে কোনো আপস হবে না বলে জানিয়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে জেলার চার লেনের কাজে নিয়োজিত রেজা কন্সট্রাকশন অফিসে বসে নিউজবাংলাদেশকে তিনি একথা জানান।

তিনি বলেন, “মহাসড়কে অটোরিক্সা বন্ধে কোনো আপোস হবে না। জীবিকার চেয়ে জীবন বড়। চট্টগ্রামের সিটি গেইট থেকে ধুমঘাট পর্যন্ত চার লেনের কাজ দৃশ্যমান হয়েছে। এখন গাড়িও চলছে। ফলে দেশের মানুষ সুফল পাচ্ছে। মহাসড়কে কোনো নৈরাজ্য মেনে নেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “১ আগস্ট থেকে সিএনজি অটোরিক্সা বন্ধের পর সড়ক দুর্ঘটনা কমে গেছে। মহাসড়কে কোনোভাবেই তিন চাকার যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।”

রেজা কন্সট্রাকশন অফিসে এসময় আরো উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র তাহের ভূঁইয়াসহ রেজা কন্সট্রাকশনের কর্মকর্তারা।  

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়