ঢাকা মহানগরীর অংশ হচ্ছে পার্শ্ববর্তী ১৭ ইউনিয়ন
ঢাকা: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা বর্ধিত করা হচ্ছে। রাজধানীর আশপাশের ১৭টি ইউনিয়ন সিটি করেপারেশনের সঙ্গে যুক্ত করা হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীকেও সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নৌপথ ও রেলপথে স্যানিটেশন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, “বুড়িগঙ্গা নদীর অবস্থা এখন খুব খারাপ। শুধু এ নদী নয়, দেশের সকল নদনদীর পানি বিশুদ্ধ রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ জন্য রেল ও নৌপথের যাত্রী সাধারণের চলাচলকালীন বর্জ্য ব্যবস্থাপনায় টেকনিক্যাল কমিটি গঠন করতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।”
তিনি বলেন, “ঢাকাবাসীর জন্য প্রয়োজনীয় পানির ৭৮ ভাগ ভূগভস্থ। বাকি ২২ ভাগ উপরিভাগস্থ পানি ব্যবহার করা হচ্ছে। মাটির নিচের পানি ওঠানোর ফলে যে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে তা রিচার্জের কোনো ব্যবস্থা হচ্ছে না। এ কারণে পদ্মা মেঘনাসহ বিভিন্ন নদী থেকে পানি এনে তা পরিশোধন করে ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। এ জন্য ২২ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “নদীগুলোতে চলাচলকারী যাত্রী ও নৌযান থেকে বর্জ ফেলা হচ্ছে, যে কারণে পানি নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে নদীর পানি রক্ষায় টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। এ কমিটির নির্দেশনা অনুযায়ীই প্রয়োজনীয় আইন ও নীতিমালা তৈরি করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ
নিউজবাংলাদেশ.কম








