দেশে শান্তির কথা বলতেও লজ্জা হয়: কামাল লোহানী
ঢাকা: বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী বলেছেন, জাপানের হিরোশিমা ও নাগাসাকি নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু নিজের দেশের শান্তির কথা বলতেও লজ্জা হয়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ মিলনায়তনে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত ‘জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের আনবিক বোমা হামলার ৭০তম বার্ষিকী’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকেই উদ্যোগ নিতে হবে জানিয়ে কামাল লোহানী বলেন, “মানবিক শক্তিকে একত্রিত করে পারমাণবিক বোমাকেও পরাজিত করা সম্ভব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকেই উদ্যোগী হতে হবে। পারমাণবিক অস্ত্র তৈরিতেও জাতিসংঘের নজরদারি দরকার।”
পারমাণবিক অস্ত্রের বিকাশ থামানো না গেলে মানবতার ধ্বংস অনিবার্য, মন্তব্য করে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী বলেন, “অস্ত্র তৈরির সামান্য অর্থও যদি উন্নয়নশীল দেশের স্বাস্থ্যখাতে ব্যবহার করা হতো তাহলে মানবতার অনেক বড় উপকার হত।”
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. আলী আজগর, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, শান্তি পরিষদের সাধারণ সম্পাদক এম এ কাশেম, সংসদ সদস্য নাজমুল হক প্রধান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








