জাকসুর ভোট গণনা চলছে, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, নতুন কলা ভবনের সামনে মহুয়া মঞ্চের পাশে, বটতলায়, অদম্য ২৪ ম্মৃতিস্তম্ভের সামনে ও প্রীতিলতা হলের সামনে মোট চারটি পয়েন্টে এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার চিত্র প্রদর্শিত হচ্ছে।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে শেষ মুহূর্তে ভিড় বেড়ে যাওয়ায় কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দীন আহমদ হলে ভোট শেষ হতে দেরি হয়। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি হলের ব্যালট পৃথকভাবে গণনা করা হচ্ছে। এ সময় নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। দ্রুত প্রাথমিক ফলাফল ঘোষণার লক্ষ্যে কমিশনের কাজ অব্যাহত রয়েছে।
কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রশিদুল জানান, “ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে। ফলাফল পেতে শুক্রবার সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।”
আরও পড়ুন: ছাত্রদলের পর জাবির ভোট বর্জন করলো বামপন্থী প্যানেল
ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে- আল বেরুনী হলে ২১১ ভোটারের মধ্যে ১২৫টি ভোট, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৪১ ভোটারের মধ্যে ২১৬টি ভোট, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ ভোটারের মধ্যে ৩১০টি ভোট, নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮০ ভোটারের মধ্যে ১৩৭টি ভোট, শহীদ সালাম-বরকত হলে ২৯৯ ভোটারের মধ্যে ২২৪টি ভোট, মওলানা ভাসানী হলে ৫১৪ ভোটারের মধ্যে ৩৮৪টি ভোট, জাহানারা ইমাম হলে ৩৬৭ ভোটারের মধ্যে ২৪৭টি ভোট, প্রীতিলতা হলে ৩৯৯ ভোটারের মধ্যে ২৪৬টি ভোট, বেগম খালেদা জিয়া হলে ৪০৯ ভোটারের মধ্যে ২৪৯টি ভোট, ১০ নং (ছাত্র) হলে ৫৪১ ভোটারের মধ্যে ৩৮১টি ভোট, শহীদ রফিক-জব্বার হলে ৬৫৬ ভোটারের মধ্যে ৪৭০টি ভোট, বেগম সুফিয়া কামাল হলে ৪৫৬ ভোটারের মধ্যে ২৪৬টি ভোট, ১৩ নং (ছাত্রী) হলে ৫৩২ ভোটারের মধ্যে ২৭৯টি ভোট, ১৫ নং (ছাত্রী) হলে ৫৭১ ভোটারের মধ্যে ৩৩৮টি ভোট, রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ ভোটারের মধ্যে ২৬১টি ভোট, রোকেয়া হলে ৯৫৫ ভোটারের মধ্যে ৬৮০টি ভোট, ফজিলাতুন্নেছা হলে ৮০৩ ভোটারের মধ্যে ৪৮৯টি ভোট, বীরপ্রতীক তারামন বিবি হলে ৯৮৪ ভোটারের মধ্যে ৫৯৫টি ভোট, ২১ নং (ছাত্র) হলে ৭৩৫ ভোটারের মধ্যে ৫৬৪টি ভোট, কাজী নজরুল ইসলাম হলে ৯৯১ ভোটারের মধ্যে ৮১০টি ভোট, শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ ভোটারের মধ্যে ৭৫২টি ভোট পড়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি