News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৫, ৮ অক্টোবর ২০২৫

সহজক্যাশ লিমিটেড নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

সহজক্যাশ লিমিটেড নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

সম্প্রতি সহজক্যাশ লিমিটেড নামে একটি মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন প্রকাশ পাওয়ার পর জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সহজক্যাশ’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হয়নি। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

চাকরির বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সহজক্যাশ লিমিটেড প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, দেশে ভরিতে রেকর্ড

তবে বাংলাদেশ ব্যাংক জানায়, তথাকথিত সহজক্যাশ লিমিটেডের নামে কোনো এমএফএস চালুর আবেদন গ্রহণ করা হয়নি, এবং এ ধরনের কোনো অনুমোদন প্রক্রিয়াধীনও নেই।

কেন্দ্রীয় ব্যাংক জনগণকে অনুরোধ করেছে, সহজক্যাশ লিমিটেডের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়