দেশের বাজারে কমলো সোনার দাম

ফাইল ফটো
টানা তিন দফা দাম বাড়ানোর পর দেশের সোনার বাজারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, রবিবার থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড হয়। সে সময় বাজুস ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করেছিল।
নতুন দাম অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকায় বিক্রি হবে।
আরও পড়ুন: বাংলাদেশের জন্য বিদেশি ঋণসীমা বেঁধে দিল আইএমএফ
চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৮ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪০ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমানো হয়েছে।
অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বারের মতো সোনার দাম বাড়ে এবং ২৭ বার কমানো হয়।
এদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকায় বিক্রি হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি