News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৫, ২০ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:০৭, ২০ আগস্ট ২০২৫

ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে এলো দুই হাজার টন পেঁয়াজ

ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে এলো দুই হাজার টন পেঁয়াজ

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দীর্ঘ চার মাস ২০ দিন পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মাত্র তিন দিনেই প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এতে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সুলতানপুর বড়বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬৫ থেকে ৬৭ টাকায়, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। 
পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, “ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে।”

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭০টি ট্রাকে প্রায় দুই হাজার টন পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করেছে। আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হবে।

রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ বলেন, “মাত্র তিন দিনেই প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। ইতোমধ্যেই বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে।”

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ জানান, বাজারগুলোতে নিয়মিত মনিটরিং চলছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। 

আরও পড়ুন: তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন

তিনি বলেন, “সরবরাহ বাড়লেও লক্ষ্য হচ্ছে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন। বাজারে ইতোমধ্যেই কেজিপ্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত দাম কমেছে। সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে।”

বাজার বিশ্লেষকরা বলছেন, স্থানীয় উৎপাদন দেশের চাহিদা পুরোপুরি মেটাতে পারে না। প্রতি বছরই উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হয়। ভোমরা বন্দর দিয়ে নিয়মিত আমদানি শুরু হওয়ায় সরবরাহ বাড়ছে, দাম নিয়ন্ত্রণে আসছে এবং ভোক্তারা স্বস্তি পাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়