৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
ছবি: সংগৃহীত
দেশের বাজারে প্রতিনিয়ত বেড়ে চলা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সুখবর পাওয়া গেছে। প্রায় ৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি জানান, ভারত সরকার প্রায় ৮ মাস আগে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। দীর্ঘ বিরতির পর চারটি ট্রাকে মোট ১০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশের বন্দরে প্রবেশ করেছে।
এর আগে, ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত ১২ আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেঁয়াজ আমদানির ঘোষণা দেন।
তিনি বলেন, “পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি শুরু করা হবে। যেখানে সস্তা পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।”
আরও পড়ুন: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার
ব্যবসায়ীরা জানান, ভারতের আমদানি বন্ধের ফলে দেশীয় বাজারে দাম বৃদ্ধি পেয়েছিল। নতুন আমদানি শুরু হওয়ায় আশা করা হচ্ছে, কিছুটা দাম কমবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








