দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার
ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩০ হাজার ৮৩৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। অর্থাৎ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ হাজার ৮২৭ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: ই-রিটার্নে প্রথম ১০ দিনে ৯৬ হাজারের বেশি করদাতা
এর আগে, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ হাজার ২৪৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার। তবে আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুসারে তখন রিজার্ভ ছিল ২৫ হাজার ২৩২ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ভাষ্যমতে, রপ্তানি আয় ও প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হচ্ছে।
প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








