এক নজরে নতুন গভর্নর ফজলে কবির
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদান করেছেন ফজলে কবির। রোববার বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে যোগদান করেন বাংলাদেশ সরকারের প্রাক্তন সিনিয়র সচিব।
২০১২ সালের জুলাইতে তিনি অর্থ সচিবের দায়িত্বে ন্যস্ত হন। কবির ১৯৮০ সালে সরকারের সিভিল সার্ভিসে বাংলাদেশ রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সিভিল সার্ভিসে ৩৪ বছরের কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন তিনি।
তিনি কিশোরগঞ্জ জেলার ডেপুটি কমিশনার এবং জেলা ম্যাজিষ্ট্রেট, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং এ ডেভেলপমেন্ট ও বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমির ডিরেক্টর জেনারেল এবং রেল মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৮-২০১০ সাল পর্যন্ত জনতা ব্যাংক লিমিটেড এবং ২০১২-২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গভর্নর হিসেবে যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেড পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি শেষে ফজলে কবির চট্টগ্রাম বিশ্ব্যবিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ, বিপিএটিসি, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং এ- ডেভেলপমেন্ট, বিসিএস প্রশাসন একাডেমি, পুলিশ স্টাফ কলেজ এবং জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তিনি পাবলিক ফিন্যান্স, পাবলিক এক্সপেন্ডিচার এবং ডেট ম্যানেজমেন্টের মতো বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।
ফজলে কবিরের সহধর্মিনী মাহমুদা শারমিন বেণু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম